এই বইটি যেদিন আমার হাতে আসে খুবই অবাক হয়ে যাই। লেখিকার নিজের সাক্ষরিত বই পাওয়ার আনন্দে যখন আমি অধীর তখন সাথে- সাথে এই অনুভূতিও হয় যে --'এও সম্ভব?' সুমনা আমার খুবই অন্তরঙ্গ বান্ধবী। একই সাথে স্কুল, কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের গন্ডি ডিঙ্গিয়েছি আমরা দুজনে। তারপর অবশ্য সময়ের স্রোতে দুজন দুদিকে গড়িয়ে গেছি। কিন্তু ওর সাথে যোগাযোগ আজও অবিচ্ছিন্ন। যে জিনিষটায় সবচেয়ে হতবাক হয়েছি এবার তার কথায় আসি। সুমনা হিন্দী তে এম৹ফিল৹করে কেন্দ্রীয় সরকারী চাকুরীরতা এবং সিনিয়র হিন্দী অফিসার পদে নিযুক্ত আছে, এটি আমি জানতাম। আর যতদুর জানি, বাংলা মাতৃভাষা হওয়া আর প্রচুর বাংলা বই পড়া ছাড়া বাংলা ভাষায় ওর কোনো ফর্মাল এডুকেশন নেই। কিন্তু তার পরেও বাংলায় বই ছাপানোর জন্য যতখানি সাহসের পরিচয় সে দিয়েছে তার জন্য তাকে সাধুবাদ জানানো আমাদের কর্তব্যর মধ্যে পরে! কি, তাই না? বইটা যখন পড়তে শুরু করলাম তখন কোথাও মনে হয়নি যে এটি লেখিকার প্রথম বাংলা লেখা! ভাষা সাবলীল এবং প্রশংসনীয়। সাধক কবীর সম্বন্ধে প্রদত্ত তথ্যগুলি লেখিকার প্রচুর পরিশ্রম এবং রিসার্চের ফল। কবীর আমারও চিরকালের প্রিয় কবি। কবীরের দর্শন, সততা, নির্ভিক মনোভাবের যে দর্শন ওঁর রচনার মাধ্যমে আমরা পাই তা কেবল মধ্যযুগেই নয় আজও বিরল। এবং তার সঙ্গে তিনি আজও ততটাই প্রাসংগিক। হিন্দু- মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রীতি ও সোহার্দ স্থাপনের চেষ্টা কবীর চিরকাল করে গেছেন। লেখিকার সুতীক্ষ্ন দৃষ্টি সন্ত কবীরের এই দিক গুলো বিশেষ ভাবে তুলে ধরাতে কোনো কার্পন্য করেনি। এই জন্য ও লেখিকা কে অনেক ধন্যবাদ। কবীরের রচনার বৈশিষ্টর সাথে- সাথে তাঁর জীবনটিও কম বৈশিষ্টে ভরা ছিলনা, যার উল্লেখ করতেও লেখিকা ভোলেনি। ষস্ঠ অধ্যায়ে বিভক্ত এই পুস্তকটি অতন্ত পঠনীয়। অন্তিম অধ্যায়ে লেখিকা কবীরের ১৫০টি দোহা মানে সহ সংকলিত করেছে, যেটি পাঠকদের জন্য একটি উপরি পাওনা। এছাড়াও পুস্তকের শেষে লেখিকার ব্যক্তিগত সংগ্রহ থেকে এবং অংতরজালের সাহায্যে কিছু অদেখা ফোটো ও সংযোজন করেছে যা অতন্ত প্রশংসনীয়। লেখিকার থেকে এমন অনেক আরো লেখা ও বই এর অপেক্ষায় রইলাম। -- মৌমিতা বাগচি।😄
চিরন্তন সম্প্রীতির বাহক বিদ্রোহী সাধক কবীর-- একটি সমীক্ষা
A beautiful book on Saint Kabir written in Bengali by Sumona Talukdar
Originally published in bn
Moumita Bagchi
22 Oct, 2020 | 1 min read
Kabir
Saint
Rebellion
0 likes
Comments
Appreciate the author by telling what you feel about the post 💓
No comments yet.
Be the first to express what you feel 🥰.
Please Login or Create a free account to comment.