কি পাইনি?

একবার পরে দেখুন সত্য কিনা।

Originally published in bn
Reactions 0
1415
Sejuti Majumdar
Sejuti Majumdar 16 Jan, 2020 | 1 min read

একদিন হয়তো তুমি দেখবে যে তুমি যাকে ভেবেছ কাছের সেই তোমায় দিচ্ছে ফাঁকি। এটা খুব সাধারণ কিন্তু কখন এমন হয়েছে কি যে যাকে তুমি ঠেলেছো দূরে আজ তারি পেছনে ছুটছো। সে একদিন তোমাকে চেয়েছে তোমারি পাসে থেকেছে,তার নিজের সবটা তোমায়ে দিয়েছে,কিন্তু তুমি দাওনি তার মূল্য। তুমি তাকে করেছো হেলা। তাই একদিন সে সরে গেছে,তাও নিজের ইচ্ছে তে নয়ে। তুমি তাকে সরে যেতে বাধ্য করেছো। কয়লার খনি তে লুকিয়ে থাকা হিরে কে পারনি বুঝতে। আজ সে তোমার সীমানার বাইরে ,আজ তুমি তাকে চাইলেও পাবেনা কিন্তু একদিন সে শুধু তোমারি ছিল। তাকে পেতে হলে আজ তোমায়ে যে দিতে হবে পরিক্ষা। তাকে ফিরিয়ে আনতেই যে হবে।  এই ভুল তো আমরা সবাই করি চিরকালীন। মানুষ তখনি দেয় তার দাম যখন পায়না তাকে কাছে।  কবি বলেছেন “যাহা পাই তাহা ভুল করে পাই যাহা চাই তাহা পাইনা”। তাই ভুল করে পাওয়া টাকে করি অবহেলা। তাইনা? তোমার কাছে যে আআছে তাকে সরিয়ে দেবার আগে একবার ভেবো জার জন্যে তাকে সরাছো সে কি দেবে তোমার দাম?

0 likes

Published By

Sejuti Majumdar

sejuti majumdar850i

Comments

Appreciate the author by telling what you feel about the post 💓

Please Login or Create a free account to comment.