হতাশ হয়োনা

মানুষকে সন্তুষ্ট করা কখনোই সম্ভব নয়,তাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন,আর নিজের দায়িত্ব পালন করুন।

Originally published in bn
Reactions 1
545
Jaynab Sultana
Jaynab Sultana 18 Feb, 2022 | 1 min read

আপনি কি এমন একজন ব্যক্তি যে অল্পতেই হতাশায় ভুগেন?সব সময় মানুষ কি বলবে তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন? তাহলে এ লেখাটি আপনার জন্যই।

আজকাল আমাদের চারপাশে অনেক ঘটনাই ঘটে চলেছে তার মধ্যে একটা হলো আত্মহত্যা করা।আর এটির কারণ হলো হতাশা,দুশ্চিন্তা,দুঃখ ও দুর্দশাগ্রস্ত হওয়া।এই সমস্যাগুলো থেকে বের হতে আমরা কতগুলো টিপস্ ফলো করতে পারি_

১) আমরা সব সময় আমাদের সৃষ্টিকর্তা এক আল্লাহর উপর ভরসা করবো।কারণ আল্লাহ্ বলেছেন "হতাশ হয়োনা নিশ্চয় আল্লাহ তোমাদের সাথে রয়েছেন"।তাহলে এ থেকে বুঝা যায় আমাদের হতাশ হওয়া উচিত নয় কারণ যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের সাথে রয়েছেন,তিনি আমাদের যাবতীয় প্রয়োজন পূরণ করেন,সবাই আমাদের ত্যাগ করলেও তিনি আমাদের ত্যাগ করেন নি ,তাই আমাদের হতাশ হওয়ার কোন কারণ নেই এই দুঃসময় একদিন চলে যাবে, ইনশাআল্লাহ।

২)আমাদের কে ফোকাস করতে হবে কেন আমরা এই পৃথিবীতে এসেছি,আমাদের কি কি দায়িত্ব রয়েছে। আল্লাহ্ বলেছেন"আমি মানুষকে সৃষ্টি করেছি আমার একমাত্র আমার ইবাদত করার জন্য"।তাই আমাদের জন্যে উত্তম হবে আল্লাহর ইবাদাত করা আর উনি পবিত্র কুরআনে যা আদেশ করেছেন তা পালন করা।কে কি বলবে সেই চিন্তায় নিজেকে ভারাক্রান্ত না করা,কারণ তারাও আমাদের মতই মানুষ তাই ওদের সাথে উত্তম আচরণ করা আমাদের জন্য কর্তব্য।বাবা মায়ের সাথে উত্তম আচরণ করা,বিপদে আপদে অন্যকে সাহায্য করা।অল্পতেই হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা করে কাজ করে যাওয়া আমাদের কর্তব্য।

৩)আমাদের এই ছোট্ট জীবনে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় সেই সব সমস্যাগুলোকে ধৈর্যের মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত আর আল্লাহর সাহায্য কামনা করা উচিত।আমাদের দ্বারা কোন পাপ হয়ে গেলে তৎক্ষণাৎ তওবা করে ফিরে আসা উচিত,সেটা নিয়ে দুশ্চিন্তা করে নিজের জন্য ক্ষতি ডেকে আনার কোন প্রয়োজন নেই।

নিজের জীবন অনেক মূল্যবান তাই অল্পতেই আত্মহত্যার কথা চিন্তা করা বোকামি ছাড়া কিছুইনা।

 

আল্লাহ্ বলেছেন ' হতাশ হয়োনা নিশ্চয় আমি তোমাদের

সাথে আছি"

 

 

 

 

0 likes

Published By

Jaynab Sultana

jaynabsultana

Comments

Appreciate the author by telling what you feel about the post 💓

Please Login or Create a free account to comment.