স্বপ্নে পাওয়া ----
মা তুমি উঠো! আচমকা এই ডাকে, ঘুম ভাঙে শর্বানীর। বুকটা কেঁপে উঠে। এক অতৃপ্তি নিয়েই তো রয়েছে গত তিন বছর,সন্তানের মা হয়েও ভূমিষ্ঠ করতে পারেনি তাকে এই ব্যর্থতায়। তাই বহু প্রতিক্ষার পর, সিদ্ধান্তের দিন মতো আগামীকাল ব্রাত্যর সাথে ওখানকার অনাথ আশ্রমে যাবে ভবিষ্যত দূতকে আনতে। রাস্তার বেরিয়ে পথিমধ্যে; তারা দেখতে পেল কিছু মানুষের জটলা। এক সদৌজাত শিশুর কান্নায় এই ভীড় 'তবে কি অযাচিত সন্তানের এটাই পরিণতি'? এএইভাবে ঐ সদৌজাত কে সস্নেহে কোলে তুলে নিল শর্বানী ; তার দুচোখ জলে ভরে গেল "তবে কি এই ডাকের ইঙ্গিতই, সে পেয়েছিল গতকাল স্বপনে।?
Paperwiff
by dwitichakraborty